Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা

বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যান্ত গুরুত্বপূর্ণ । আমাদের প্রতিদিনের খাধ্যে প্রাপ্ত প্রাণিজ প্রোটিনের প্রায় ৬০  শতাংশ যোগান দেয় মাছ । মাগুরা জেলায় বিগত ২০০৮ খ্রি. হতে ২০১৭ খ্রি. পযন্ত মৎস্য সেক্টরের অগ্রযাত্রা ক্রমান্বয়ে আশাতীতভাবে বেড়েছে ।

মাগুরা জেলায় মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঃ

# মৎস্যচাষী, মৎস্যজীবী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনগনকে মাছ চাষে আগ্রহ সৃষ্টির জন্য প্রতি বছর মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে ।
# উন্মুক্ত জলাশয়ে কার্প ও দেশীয় মাছের পোনা অবমুক্তি ।
# বিল নার্সারী স্থাপন ।
# দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম স্থাপন ।
# কার্প , মনোসেক্স তেলাপিয়া ও পাঙ্গাস মাছের উৎপাদন বৃদ্ধির জন্য কারিগরি সহায়তা প্রদান ।
# মাছের আবাসস্থল উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পুকুর, দিঘী, খাল ইত্যাদি পুনঃখনন ।
# মৎস্য চাষীদের মাছ চাষে উদ্বুদ্ধ করণের জন্য মৎস্য প্রদর্শনী খামার স্থাপন ।
# ইউনিয়ন পযায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ও এন এ টি পি প্রকল্পের মাধ্যমে মৎস্য প্রদর্শনী স্থাপন, সিবিজি গঠন, মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান ও প্রতি ইউনিয়নে ২ (দুই) জন করে লিফ (স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ) নিয়োগ ।
# মৎস্যচাষ ও মৎস্য সম্পদ ব্যবহারে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে । গুণগত মান সম্পন্ন মাছের পোনা প্রাপ্তি ও মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য হ্যাচারী আইন ও মৎস্য খাদ্য আইন প্রয়োগ করা হচ্ছে ।
# ফরমালিনমুক্ত ও নিরাপদ মাছ প্রাপ্তির জন্য মৎস্য মাননিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা হচ্ছে ।
# ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মধুমতি নদী, গড়াই নদী ও বিভিন্ন হাট-বাজারে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে ।
# জেলেদের অধিকার নিশ্চিত করণের জন্য প্রকৃত জেলেদের আইডি কার্ড প্রদান করা হচ্ছে । 
# মাগুরা জেলায় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য বৃহত্তর যশোর জেলায় মৎস্য চাষ উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে । এই প্রকল্রে আওতায় পাবদা ও গুলশা মাছের প্রদর্শনী খামার এবং অভয়াশ্রম স্থাপনসহ মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে ।
# গত আর্থিক সালে মৎস্য বীজ উৎপাদন খামারে হ্যাচারী, অফিস ভবন সংস্কারসহ জেলা মৎস্য দপ্তরের অফিস ভবন বর্ধিতকরণ ও গ্যারেজ নির্মাণের কাজ সমাপ্ত করা হয়েছে ।
# গলদা চিংড়ি চাষে উৎসাহ প্রদান ও গুণগত মান সম্পন্ন গলদা পিএল সরবরাহের জন্য সরকারী খামারে একটি গলদা চিংড়ি হ্যাচারী স্থাপনের কাজ চলমান আছে ।
# সার্বিকভাবে মাগুরা জেলায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষী ও বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ, অফিসে পরামর্শ প্রদান ও মাছ চাষীদের খামার পরিদর্শন করে কারিগরী সহায়তা প্রদান করা হচ্ছে ।