Wellcome to National Portal
Main Comtent Skiped

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন সম্পর্কিত: উদ্ভাবনী প্রকল্পসমূহ

                                                        মাগুরা জেলার উদ্ভাবনী প্রকল্পসমূহ ও কাযক্রম

বিভাগঃ খুলনা।                                                                                                            জেলাঃ মাগুরা।

ক্রমিক নং

উদ্ভাবনের নাম

উদ্ভাবনের সংক্সিপ্ত বিবরণ

উদ্ভাবনের

কার্যক্রম শুরুর তারিখ

উদ্ভাবনের

কার্যক্রম শেষের তারিখ

শোকেসিং যোগ্য কিনা

উদ্ভাবকের নাম ও ঠিকানা

মেন্টারিং কাযক্রমে যুক্ত কর্মকর্তা

মন্তব্য

1

2

3

4

5

6

7

8

9

1.

নবগঙ্গা-পারনান্দুয়ালী অভয়াশ্রম স্থাপন,মাগুরা সদর,মাগুরা

মৎস্য অভয়াশ্রম স্থাপনের মাধ্যমে নদী নালা খাল বিলে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।এবং দেশীয় প্রজাতির মাছ অনেকগুন বৃদ্ধি পাচ্ছে।

19/03/23

-

হ্যাঁ

সুদীপ বিশ্বাস

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা

মাগুরা সদর, মাগুরা।

মোঃ আনোয়ার কবীর জেলা মৎস্য কর্মকর্তা

মাগুরা


2.

ফটকি নদীতে পাবলিক প্রাইডো পার্টনার 3টি অভয়াশ্রম স্থাপন ও ডলফিন (শিশুক) সংরক্ষণ উদ্যোগ গ্রহণ।

মৎস্য অভয়াশ্রম স্থাপনের মাধ্যমে নদীতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবং ডলফিন (শিশুক) সংরক্ষণ এ কার্যকর ভূমিকা রাখছে।

02/10/23

চলমান

হ্যাঁ

মোহাম্মদ সাইফুদ্দীন সুমন

উপজেলা মৎস্য কর্মকর্তা

শালিখা, মাগুরা

মোঃ আনোয়ার কবীর জেলা মৎস্য কর্মকর্তা

মাগুরা


3.

জেলা ব্যাপি মৎস্য সংরক্ষণ (চায়না জাল) ব্যবহার বন্ধে উদ্যোগ গ্রহণ।

মৎস্য সংরক্ষণ আইনের আওতায় মাগুরা সদর ও শ্রীপু উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রচুর পরিমানে অবৈধ জাল,চায়না দোয়াড়ি ধ্বংস করা হয়েছে। এবং হাট বাজারে অভিযান অভ্যাহত আছে।

চলমান

চলমান

হ্যাঁ

মীর মো: লিয়াকত আলী

উপজেলা মৎস্য কর্মকর্তা

শ্রীপুর, মাগুরা

মোঃ আনোয়ার কবীর জেলা মৎস্য কর্মকর্তা

মাগুরা